ইসলামে হানাহানির কোন স্থান নেই-ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » ইসলামে হানাহানির কোন স্থান নেই-ধর্ম প্রতিমন্ত্রী
শনিবার ● ১৩ মার্চ ২০২১


ইসলামে হানাহানির কোন স্থান নেই-ধর্ম প্রতিমন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে  হানাহানির কোন স্থান নেই। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবীর মাধ্যমে ইসলাম ধর্মের প্রবর্তন করেছিলেন মাহান আল্লাহ। ইসলাম ধর্ম প্রচারে যুগ যুগে আলেম ওলামা পীর মাশায়েকগননের আবির্ভাব ঘটেছিল। ছারছীনা দরবারও ইসলাম প্রচারের জন্য সৃষ্টি হয়েছিল। একই ভাবে বাঙালী জাতির মুক্তির দূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব একজন খাটি মুসলমান ছিলেন। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন। তিনি ইসলামী ফাউন্ডেশন, কাকরাইল মসজিদের জন্য ভূমি, তাবলীগের ইজতেমার জন্য টঙ্গীতে ভুমি দিয়েছিলেন। জাতির জনকের কন্যা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। তিনি পবিত্র  কুরআন শরিফও ডিজিটালের আওতায় নিয়ে এসেছেন। এখন আর কাউকে কুরআন শরিফ কিনতে হবে না। মোবাইল অ্যাপের মাধ্যমে কুর আন শরিফ পড়া যাবে। সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মান শুরু করেছেন যার প্রাথমিক ভাবে সমাপ্ত  মসজিদ গুলো ২ থেকে তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী  উদ্বোধন করবেন। মাদ্রাসার শিক্ষকদেরকেও স্কুল কলেজের শিক্ষকদের সমমর্যাদা দিয়েছেন। আরবি বিশ^বিদ্যালয় করেছেন, কওমি শিক্ষাকে সীকৃতি দিয়ে চলমান মাদ্রাসা শিক্ষার সাথে মর্যাদা দিয়েছেন। আসুন  অমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি আল্লাহ তার হায়াত দারাজ করুন। তার মাধ্যমে অল্লাহ যেন ইসলামের সকল কাজসহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সব কল্যান সাধন করান।
তিনি শনিবার (১৩ মার্চ) জোহর নামাজ বাদ ছারছীনা শরীফের ১৩১তম তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতা এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, ধর্ম মন্ত্রনালয়ের সচিব ড. মো. নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনে বোর্ড অব গভর্নর ড. মুফতি কাফিল উদ্দিন সরকার ছালেহী, পীর সাহেবের বড় জামাতা বরিশাল এবাদুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ, পীর সাহেবের বড ছেলে মাওলানা শাহ আবু নসর নেছার উদ্দিন আহমেদ হোসাইন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. ফেরদৌস খান, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো হায়াতুল ইসলাম খান, ইউএনও মো. মোশারেফ হোসেন, ওসি আবীর মোহাম্মদ হোসেন প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৭:১০ ● ৫৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ