কাউখালীতে হতদরিদ্র শিশুদের ভালবাসা দিবস!

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে হতদরিদ্র শিশুদের ভালবাসা দিবস!
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১


কাউখালীতে হতদরিদ্র শিশুদের ভালবাসা দিবস!

কাউখালী(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ফাগুনের এই ক্ষণে ভালোবাস ছড়িয়ে দেই তোমাদের মাঝে শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের সাথে ‘ফাগুনের রঙে ভালোবাসায়’ ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠান এবং প্রীতি ভোজ আয়োজন করেছে কাউখালী উপজেলা প্রশাসন।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) কাউখালীর সন্ধ্যানদীর তীরে আমরাজুড়ি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শতাধিক শিশুদের নিয়ে দিনব্যাপী বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  প্রতিযোগিতার মধ্যে ছিল  শিশুদের দৌড় ,বিস্কুট দৌড়. যেমন খুশি তেমন সাজো, ফুটবল খেলা. মোরগ যুদ্ধ, খেলার সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে  শিশু এবং তাদের অভিবাভবকদের নিয়ে প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরুস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা নিবার্হী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহাম্মেদ সুমন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম. ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম. উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান. উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবীর,সমাজ সেবক আঃ লতিফ খসরুসহ সরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ আবাসনে বসবাসরত শিশুদের অভিভাবকরা।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪২:১২ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ