পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় পৌর কর্মচারী নিহত

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় পৌর কর্মচারী নিহত
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০২১


পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় পৌর কর্মচারী নিহত

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥


পিরোজপুরে ব্যাটারী চালিত অটোরিক্সার ধাক্কায় পিরোজপুর পৌর সভার কর্মচারীর মো. আতাউর রহমান কিংকং (৫৪) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়। তিনি পিরোজপুর পৌর সভার উকিলপাড়া এলাকার মো. হাফিজুর রহমানের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আতাউর রহমান বাসা থেকে রিক্সায় করে এসে পৌরসভা ভবনের সামনে নামেন। এসময় তিনি মুঠোফোনে কথা বলতে বলতে রাস্তা পাড় হচ্ছিলেন। এমন সময় একটি ব্যাটারী চালিত অটো রিক্সা পিছন থেকে এসে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা নেয়ার পথে তাহার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রানা সাহা জানান, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৫:৪৭ ● ৩৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ