ঝালকাঠিতে সড়কের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে সড়কের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯


ঝালকাঠিতে সড়কের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥

‘নিরাপদ সড়ক চাই, জীবনের নিরপত্তা চাই’  স্লোগানে চালক ও পথযাত্রীদের সচেতনতায় ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজন করেছে ঝালকাঠির একদল তরুণ।  শহরের অটোরিকশার চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারা। পরে স্টিকার ও লিফলেট বিতরণ করে ট্রাফিক আইন মেনে চলতে দেয়া হয় পরামর্শ। এছাড়া একই দাবীতে মানববন্ধনও করা হয়।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের ডিসি অফিস চত্বরে আমরাই ‘আগামীর বাংলাদেশ’ নামে একটি স্বেচ্ছাসেবি সংগঠনের ব্যনারে কর্মসূচিতে শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ, সদস্য, ছাত্র-শিক্ষক ও অটোরিকশা চালকরাও অংশ নেয়। ব্যতিক্রমী এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে এখন থেকে ট্রাফিক আইন মেনে চলতে প্রতিশ্রুতি দেয় চালকরা।

কেই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১২:৩৮ ● ৪২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ