পটুয়াখালীতে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন

প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন
সোমবার ● ১১ জানুয়ারী ২০২১


পটুয়াখালীতে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকালে এ বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি কর্নারটি ঘুরে দেখে এর ভূয়সী প্রশংসা করে বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ সৃস্টি হতনা। তাই আগামী প্রজন্মের কাছে এ মহ্ন নেতার আদর্শ, দর্শন, জীবন্চরন তুলে ধরা উচিৎ।
পরে বিভাগীয় কমিশনার জেরা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জন প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪২:২৪ ● ২৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ