বাবুগঞ্জে জাল ডিক্রি মামলায় আজাদ গ্রেপ্তার

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে জাল ডিক্রি মামলায় আজাদ গ্রেপ্তার
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০২০


বাবুগঞ্জে জাল ডিক্রি মামলায় আজাদ গ্রেপ্তার

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালে জমি জাল ডিক্রি করার মামলায় আবুল কালাম আজাদ নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৭ ডিসেম্বর) ছয়মাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। জমি জাল ডিক্রি করায় ঘটনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালে রহিমা বেগম বাদী হয়ে জমি জাল ডিক্রির অভিযোগ করে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট কোর্ডে ১ টি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই তদন্ত শেষে করে আদালতে প্রতিবেদন জমা দেয়। ৪ জনের সাক্ষা গ্রহন শেষে আদালত মামলার রায় দেয় আবুল কালাম আজাদ পক্ষে। পরে এ রায়ের বিরুদ্ধে আপীল করেন বাদী রহিমা বেগম। আদালত রায় পুনঃবিবেচনা করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফেরত পাঠান। পরবর্তীতে আদালত পূর্বের রায় বাতিল করে আবুল কালাম আজাদকে ভুয়া জমি ডিক্রি করার আপারধা ৪৭১ ধারায় দোষী করে তিন বছর কারাদন্ড প্রদান ও পাঁচ হাজার টাকা জরিমানা করে আদালত। এছাড়া আবুল কালাম আজাদের বিরুদ্ধ বিভিন্ন লোকের জমি জাল দলিল করে তার স্ত্রী হাজেরা আজাদের নামে করে বলে স্থানীয়ারা জানায়। এয়ারপোর্ট থানার ওসি জানান, গ্রেপ্তার আবুল কালাম আজাদকে জমি জাল ডিক্রি করার মামলায় সাজা হয়েছে ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৭:২৪ ● ৩১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ