নেছারাবাদে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ শুরু

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ শুরু
রবিবার ● ২২ নভেম্বর ২০২০


নেছারাবাদে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ শুরু

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে মাহামুদকাঠিতে ওই কাজের লেআউট খননের মধ্য দিয়ে কাজ শুরু করেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক ও ইউএনও মো. মোশারেফ হোসেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওসি আবীর মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকৌশলী আলী শাকের, পিআইও মানস দাস, ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, স্বরূপকাঠী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। এ প্রকল্পে নেছারাবাদে প্রথম পর্বে ৭৫ টি গৃহ নির্মান করা হচ্ছে।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৬ ● ৩৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ