তাহিরপুর সীমান্তে বিদেশি মদসহ কারবারী আটক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তাহিরপুর সীমান্তে বিদেশি মদসহ কারবারী আটক
শনিবার ● ২১ নভেম্বর ২০২০


তাহিরপুর সীমান্তে বিদেশি মদসহ কারবারী আটক

সুনামগঞ্জ (সিলেট) সাগরকন্যা প্রতিনিধি॥

সীমান্তে বিদেশি মদের চালানসহ সুনামগঞ্জের তাহিরপুর আজিজুল ইসলাম নামে এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার ভোররাতে উপজেলার লাউরগড় মহেষখলা সীমান্ত সড়কের লালঘাট এলাকা হতে তাকে আটক করা হয়। আটক আজিজুল,উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তগ্রাম লালঘাটের মোহাম্মদ আলীর ছেলে।,
থানা পুলিশ জানায়, থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই আলা উদ্দিনের নেতৃত্বে উপজেলার লাউরগড় মহেষখলা সীমান্ত সড়কের লালঘাট এলাকা হতে লাকমা পশ্চিম পাড়া বাজারে যাবার পথে শুক্রবার ভোররাতে তাকে আটক করা হয়।
এরপর তার হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশী করে ৭৫০ মি.লি. ধারণ ক্ষমতা সম্পন্ন ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।,
একই সময় আজিজুলের অপর সহযোগী লালঘাট পশ্চিম পাড়ার মৃত আলী বক্সের ছেলে সীমান্তের শীর্ষ মাদক,কয়লা,অস্ত্র চোরাকারবারী সীমান্তে মোটরসাইকেল চোর চক্রের সদস্য সেই গাড়ি চালক জামাল উদ্দিন ওরফে জামাল ডাকাত থানা পুলিশের নজর এড়িয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।,
শনিবার থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করে বলেন,আসামীকে মামলা দায়ের পুর্বক আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।,

এইচএসএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৪:৫৪ ● ৩৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ