গলাচিপায় ভূমিদস্যুর হামলায় ১৫ কৃষক আহত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ভূমিদস্যুর হামলায় ১৫ কৃষক আহত
বুধবার ● ২১ অক্টোবর ২০২০


গলাচিপায় ভূমিদস্যুর হামলায় ১৫ কৃষক আহত

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পট্য়ুাখালীর গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে ১৫ জন কৃষক। বুধবার (২১ অক্টোবর) সকালের এ ঘটনায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। আহতদের মধ্যে কাসেম মৃধা, সবুজ মৃধা, বাবুল হাওলাদারের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছ।
আহত কৃষকরা জানান, স্থানীয় কৃষকরা তাদের চাষের জমিতে ধান কাটতে গেলে ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের নবী মেম্বরের নেতৃত্বে ৫০/৬০জন সন্ত্রাসী তাদের উপড় অতর্কিতে হামলা চালায়।
আহত কৃষক কাশেম মৃধা জানান, দীর্ঘদিন এক দশক ধরে নিজেদের মালিকানাধীন ভোগদখলীয় জমিতে চাষাবাদ করে আসছি। ধান কাটার সময় এলেই সীমানা বিরোধের অজুহাত তুলে নবী মেম্বার কৃষকদের উপড় হামলা চালিয়ে ধান লুট করে নিয়ে যায়। বিগত বছরে নবী মেম্বারের এমন হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটলেও আইনী পদক্ষেপ নেয়নি সংশ্লিস্ট প্রশাসন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এখনো কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নিব।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:১৬:৪৮ ● ৩১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ