কলাপাড়ায় স্থাপনা তুলে স্লুইসগেট দখল!

প্রথম পাতা » কুয়াকাটা » কলাপাড়ায় স্থাপনা তুলে স্লুইসগেট দখল!
রবিবার ● ১৮ অক্টোবর ২০২০


কলাপাড়ায় স্থাপনা তুলে স্লুইসগেট দখল!

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

স্থাপনার পর স্থপনা তুলে দখল করা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের সাফাখালী স্লুইসগেট। ওই এলাকার ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা দখল করে নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ দেখে ও না দেখার অবস্থায় আছে। ওই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে দখল কাজটি চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা কৃষকদের ফসলের মাঠে পানি নিষ্কাশনের জন্য একটি মাত্র স্লুইসগেট। দখলদাদের  কারণে দৃর্ভোগে পরেছে কৃষকরা। স্লুইসগেটের খালাসী থাকার ঘরটিও দখল করে নিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা বেশ কিছু দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের সাফাখালী স্লুইসগেটের আশে পাশে অবৈধ ভাবে স্থপনা তুলছে। এলাকার লোকজন তাদেরকে বাঁধা দিলে তারা মারধরের হুমকি দেয়। দেখা গেছে মোঃ মফিজ দর্জি, মোঃ সোনামিয়া রাড়ি,মোঃ ফারুক হাওলাদার,মোঃ সলেমান সরদার,নূর ইসলাম বাড়ী, ইব্রাহীম মৃধারা এই অবৈধ দখলের কাজে চালিয়ে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান,আমরা অবৈধ দখলদারদের হাত থেকে স্লইসগেটটি মুক্ত চাই এবং ওরা এভাবে স্থাপনা তৈরি করলে আমরা তাদেরকে বাঁধা দিলে তারা আমাদেরকে মারধর করতে চায়। আমাদের প্রতিদিন নানা সমস্যার পরতে হয়। আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি যাতে দখলদারদের হাত থেকে মুক্তি চাই।
এবিষয়ে মফিজ দর্জি,সোনা মিয়া,ফারুক জানান,আমরা মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান এর কাছে বিষটি জানিয়ে ঘর তৈরি করেছি তিনি আমাদের ঘর তুলতে বলেছে।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান,আমি তাদেরকে স্থাপনা উঠাতে নিষেধ করেছি। আমি কোন প্রকার অনুমতি দেইনি।
পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মাদ অলিউজ্জামান জানান,আমি অচীরেই নোটিশ দিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ এর ব্যাবস্থা করা হবে।

এসকেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৬:২৮ ● ৩৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ