ভান্ডাড়িয়ায় মসজিদের টাকা আত্মসাৎ প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » ভান্ডাড়িয়ায় মসজিদের টাকা আত্মসাৎ প্রতিবাদে মানববন্ধন
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২০


ভান্ডাড়িয়ায়

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের ভান্ডাড়িয়ায় মসজিদের সরকারি বরাদ্দকৃত টিআর ও অনুদানের টাকা আত্মসাৎ, মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের চেষ্টা ও চার হাজার ইট চুরির প্রতিবাদে মানববন্ধন করছে গ্রামবাসী।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশারিবুনিয়া গ্রামের বিনাপানি বাজারের বাইতুল জান্নাত জামে মসজিদের সামনে মানববন্ধন করেন মুসুল্লিরা। এসময় বক্তারা বলেন, পশারিবুনিয়া গ্রামের ৭১’র রাজাকার মৃত মজিদ সিকদারের পুত্র হারুন সিকদারসহ বেশ কিছু ভূমিদস্যু মিলে বহুদিন ধরে বিনাপানি বাজারের মসজিদ সহ কয়েক’টি দোকান দখলের চেষ্টা চালাচ্ছেন। রাজাকার পুত্র হারুনের বিরুদ্ধে বাজারের মোশারফ মাষ্টারের দোকান দখল ও দোকান ভাংচুর করে মালামাল নিয়ে যাওয়ার অভিযোগে জেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ২টি মামলা করা হয়।
এলাকাবাসীর দাবি,আত্মসাৎকৃত মসজিদের নামে বরাদ্দের টাকা ও চুরি করা ৪ হাজার ইট এবং দখলকৃত দোকানগুলো উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক।

আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০০:৫৮ ● ৩০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ