মালদ্বীপে ৮০ বাংলাদেশি শ্রমিক আটক

প্রথম পাতা » প্রবাস » মালদ্বীপে ৮০ বাংলাদেশি শ্রমিক আটক
শুক্রবার ● ৮ ফেব্রুয়ারী ২০১৯


 ফাইল ছবি
সাগরকন্যা ডেস্ক ॥
মালদ্বীপে ৮০জন অবৈধ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ বলছে, চলতি বছরে চালানো প্রথম অভিযানে গত ৬ ফেব্রুয়ারি (বুধবার) তাদের আটক করা হয়। শুক্রবার বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে।

দেশটির পুলিশের মুখপাত্র হাসান খলিলের বরাত দিয়ে খবরে বলা হয়, আটকদের কাছে কোনো কাগজপত্র পাওয়া যায়নি। তবে তারা বাংলাদেশি নাগরিক। তাদের হুলহুমালের একটি ডিটেনশন সেন্টারে আটক রাখা হয়েছে। জানুয়ারিতে দেশটির অভিবাসন মহানিয়ন্ত্রক মোহাম্মদ আহমেদ হোসাইন বলেন, মালদ্বীপে ১ লাখ ৪৪ হাজার ৬০৭ জন। এর মধ্যে প্রায় ৬৩ হাজারেরই কোনো কাগজপত্র নেই।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩৪ ● ৬৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ