প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের পায়রা বন্দর ও তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শণ

প্রথম পাতা » পটুয়াখালী » প্রধানমন্ত্রীর মূখ্যসচিবের পায়রা বন্দর ও তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শণ
শনিবার ● ১১ জুলাই ২০২০


পায়রা বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শণে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও পায়রা বন্দর এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।
শনিবার (১১ জুলাই) সকালে তিনি রাবনাবাদ চ্যানেল ও দুটি মেগা প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। এরপর পায়রা বন্দরের কর্মকর্তাদের সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের সামনে একটি বকুল গাছের চারা রোপন করেন।
শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস পটুয়াখালীর কলাপাড়ায় আসেন। তিনি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিআইপি ডাকবাংলোতে রাত্রি যাপন করেন। শনিবার সকালে তিনি সেখান থেকে নদীপথে তেতুলিয়া নামের একটি জাহাজে করে পায়রা বন্দরে আসেন। পায়রা বন্দরের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২২:১১ ● ৩৫৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ