নেছারাবাদে জমি-জমা বিরোধের সংঘর্ষে আহত-৪

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে জমি-জমা বিরোধের সংঘর্ষে আহত-৪
শনিবার ● ২০ জুন ২০২০


নেছারাবাদে জমি-জমার বিরোধের সংঘর্ষে আহত-৪

নেছারাবাদ(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদ উপজেলার সারেংকাঠীতে জমি-জমার বিরোধে দুই ভাইয়ের লোকজনের সাথে সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছে। বড় ভাই মরহুম গনি মিয়ার ছেলে বিরোধীয় সম্পত্তিতে ৬ মাস পূর্বে ঘর তোলেন।
শনিবার (২০ জুন) সকালে বিরোধী পক্ষ ছোট ভাই আব্দুল হাকিমের ছেলে নুরুজ্জামানের নেতৃতে ৪০/৫০ টি মোটরসাইকেল আসা সংঘবদ্ধ দল হামলা করে ওই ঘর ভেঙে পার্শবর্তী পুকুরে ফেলে দেয়। এসময় তাদের হামলায় গনি মিয়ার ছেলে আক্তারুজ্জামান(৩৫), গনিমিয়ার স্ত্রী আলেয়া বেগম(৬০), আক্তারুজ্জামানের স্ত্রী হাবিবা অপর পক্ষের রেকসনা (৪০) আহত হয়। গুরুতর আহত আক্তারুজ্জামানকে ও রেকসনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পাটিকেল বাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনা স্থলে গিয়ে ৪ জনকে থানায় নিয়ে আসেন। এদের মধ্যে নুরুজ্জামান অপর পক্ষের সুজনকে পুলিশ আটক রেখে বাকিদের ছেড়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
এ বিষয়ে ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এক পক্ষ রাতে ঘর তুলেছে। অপর পক্ষ  সকালে তা ভেঙে ফেলেছে। এ নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছে। উভয় পক্ষের ২ জনকে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। মামলা দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমআরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:১১:০৬ ● ৫৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ