বেতাগীতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার

প্রথম পাতা » বরগুনা » বেতাগীতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার
মঙ্গলবার ● ১৬ জুন ২০২০


বেতাগীতে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সেমিনার

বেতাগী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বেতাগীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দক্ষ ও যুব মহিলাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করায় করোনা পটোকল অনুসরণ করে উপজেলা পর্যায়ে দিন ব্যাপী প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান’র সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এবিএম গোলাম কবির, জেলা কর্মসংস্থান জনশক্তি দপ্তরের সহকারী পরিচালক একেএম শাহাবউদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়াম্যান মাহমুদা খানম।
এর আগে প্রেসব্রিফিং-এ বক্তব্য রাখেন বেতাগী প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাধারন সম্পাদক লায়ন মো. শামীম সিকদার, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মহসীন খান, উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রহিম ও মো. সুজন। সেমিনারে জানানো হয় সরকারিভাবে প্রতি উপজেলা থেকে এক হাজার দক্ষ মহিলাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এমকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:৪৯ ● ৬৪৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ