রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হাসানাত আবদুল্লাহ্’র স্ত্রী শাহান আরা বেগম আর নেই

প্রথম পাতা » বরিশাল » রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হাসানাত আবদুল্লাহ্’র স্ত্রী শাহান আরা বেগম আর নেই
সোমবার ● ৮ জুন ২০২০


---

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র মাতা, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম (৬৮) রবিবার দিাবগত রাত সাড়ে ১১ টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি………. রাজিউন)। তিনি স্বামী, ০৩ ছেলে, ০১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমার জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা তার লাশ বরিশাল মুসলিম গোরস্থানে দাপন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, গৌরনদী উপজেলা আ’লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, পৌর আ’লীগের সভাপতি মনির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান শামীম, ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, বিআরডিপি’র সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহসভাপতি মোঃ বদরুজ্জামান খান, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, মোঃ শাহজাহান প্যাদা, কৃষ্ণ কান্ত দে, সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, আঃ রব হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, উপজেলা জাপার সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রনি, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি সুমন মাহামুদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

বিকেএস/এনবি

বাংলাদেশ সময়: ১৩:২১:৪৭ ● ৪৪৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ