বেতাগীতে করোনা উপসর্গে মৃতের গোসল ও জানাজা পড়ালো সাংবাদিক

প্রথম পাতা » গণমাধ্যম » বেতাগীতে করোনা উপসর্গে মৃতের গোসল ও জানাজা পড়ালো সাংবাদিক
বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০


---

বেতাগী সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার বেতাগীতে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির গোসল ও জানাজা পড়ালেন সাংবাদিক। সোমবার রাত ৩টায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের উত্তর করুনা গ্রামের মো. খাইরুল কবিরের(৪৫) এর গোসল ও জানাজায় ইমামতি করেন সাংবাদিক মোহাম্মদ শাহাহাদাত হোসেন। দাফন-কাফনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান। বেতাগী থানা পুলিশের সহায়তায় এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, সাংবাদিক অলি আহমেদ।
জানাগেছে মো. খাইরুল কবির চট্রগ্রামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে মারা যায়। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। হৃদরোগ ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। তবে করোনায় (উপসর্গে) মৃত্যু মানতে নারাজ তার স্ত্রী। বেতাগী হাইস্কুল ব্যাচ ৯০ এর সদস্য খাইরুল এক সপ্তাহ যাবত অসুস্থ থাকায় চট্রগ্রামে প্রাইভেট ডাক্তার দেখালেও তিনি করোনার কোন টেষ্ট দেন নি। এর ফলে তার স্ত্রী’র দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। প্রতিবেশীরা বলেন, করোনায়’ই তিনি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৫০ ● ৮৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ