কলাপাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল, মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

প্রথম পাতা » সর্বশেষ » কলাপাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল, মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ
মঙ্গলবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৯


---

জাহিদ রিপন, সাগরকন্যা রিপোর্ট॥
পটুয়াখালীর কলাপাড়ায় কলেজ শিক্ষক ও কলেজ ছাত্রের উপড় হামলার ভিন্ন দুটি ঘটনায় পৃথক পৃথক দুটি মিছিল, মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া মহিলা কলেজের শিক্ষক মঞ্জুরুল আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কলাপাড়া পেশাজীবী শিক্ষক সমাজ। মঙ্গলবার সকাল ১০টায় পৌর শহরের মনোহরি পট্টি এলাকার শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে এ কর্মর্সূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকরা সন্ত্রাসীদের বিচারের দাবী জানান।
অপরদিকে একই সময় সরকারী মোজহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের মেধাবী ছাত্র রাকিবুর ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন, প্রতিবাদ সভা ও মিছিল করেছে উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের সাধারন মানুষ। এসময় বক্তরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।

জেআর/এনইউবি

বাংলাদেশ সময়: ১৩:৩০:০১ ● ৫০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ