ফুলবাড়ী প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই প্রদান

প্রথম পাতা » গণমাধ্যম » ফুলবাড়ী প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই প্রদান
রবিবার ● ৩ মে ২০২০


গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই প্রদান

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকিমুক্ত করতে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ১৫ জন গণমাধ্যকর্মীর মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিতরণ করেন ফুলবাড়ীর বিশিষ্ট হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডল।
ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র হাতে গণমাধ্যমকর্মীদের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) তুলে দেয়ার সময় হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডল বলেন, করোনাভাইরাসের প্রভাবে যখন আমরা সকলেই আতঙ্কিত, এই আতঙ্কের মধ্যেই ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েই তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকদের এই ঝুঁকির কথা বিবেচনায় রেখেই তাদেরকে ঝুঁকিমুক্ত রাখতে তাদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে চিকিৎসাদানকারী শতাধিক হোমিও চিকিৎসকের মাঝেও পিপিই বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, করোনাভাইরাসের প্রভাব চলাকালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকিমুক্ত করতে হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে পিপিই প্রদান করার বিষয়টি ফুলবাড়ী প্রেসক্লাবের সকল সাংবাদিক কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, দৈনিক ভোরের কাগজ ও আনন্দ টিভি প্রতিনিধি হারুন উর রশিদ, দৈনিক দেশ মা’র ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন, দৈনিক নতুন স্বপ্ন প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, দৈনিক দাবানল প্রতিনিধি হীরেন্দ্র নাথ বর্মন, দৈনিক বর্তমান সময় প্রতিনিধি সোহাগ কিবরিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক সাইফ প্রতিনিধি মশিউ রহমান, আলোকিত সীমান্ত প্রতিনিধি লিটন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩:১১:৪৮ ● ৩৭৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ