গলাচিপায় দুই করোনা রোগী শনাক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় দুই করোনা রোগী শনাক্ত
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০


গলাচিপা দুই করোনা রোগী শনাক্ত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

দেশে করোনা শনাক্তের ৫২দিন পর গলাচিপা উপজেলায় সর্বপ্রথম দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুল ইসলাম জানান, আক্রান্ত দুইজন সম্পর্কে বাবা-মেয়ে। তাদের বয়স যথাক্রমে ৩৫ বছর ও ১৫বছর। বর্তমানে তারা বাউফল উপজেলা আইসোলশনে রয়েছে এবং দুইজনই সুস্থ রয়েছে। তাদের বাড়ি গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে। জানা গেছে, ঐ দুইজন ঢাকা থেকে গ্রামের বাড়ি আসার পথে বাউফলে পুলিশ তাদের আটক করে কোয়ারেন্টাইনে নিয়ে যায়। তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের শরীরে করোনা পজিটিভ আসে।

এনআরএস/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৫:৩৭ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ