বাউফলে আরো দুই জনের করোনা শনাক্ত

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে আরো দুই জনের করোনা শনাক্ত
সোমবার ● ২৭ এপ্রিল ২০২০


বাউফলে আরো দুই জনের করোনা শনাক্ত

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

বাউফলে আরো দুই জন করোনা পজেটিভ রোগি শনাক্ত হয়েছে। এদের একজনের বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নে এবং অপরজনের বাড়ি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাশ গ্রামে। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। এনিয়ে বাউফলে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে আট জন হলো।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চন্দ্রদ্বীপ ইউনিয়নের এক যুবক (১৮) কালাইয়া ইউনিয়নের জনৈক চৌকিদার বাড়ি বেড়াতে এসে জ্বর ও সর্দি কাশিতে আক্রন্ত হয়। পড়ে গত ২৪ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এস.এম. সায়েমকে দেখালে তার নমূণা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। অপরদিকে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাশ গ্রামের এক ব্যক্তি এক সপ্তাহ আগে নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়ি আসে। এখবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তার নমূণা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ সোমবার প্রাপ্ত উভয়ের রিপোর্ট পজেটিভ আসে। নতুন আক্রান্ত ওই রোগীদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, নতুন করে পাওয়া আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং আসপাশের বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণার পর সোমবার থেকে বাউফলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জনসমাগম এবং দোকানপাট বন্ধ করতে বেশ তৎপর দেখা গেছে।

এপি/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৫:০৫ ● ৪০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ