কুয়াকাটায় যুময়ার নামাজে হামলা- ইমামকে মারধর

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় যুময়ার নামাজে হামলা- ইমামকে মারধর
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২০


প্রতীকী ছবি

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কুয়াকাটায় একটি জামে মসজিদে জুময়ার নামাজে ইমাম নিয়ে আপত্তি তুলে হামলার ঘটনা ঘটেছে। এসময় মসজিদের মিম্বর থেকে ইমামকে নামিয়ে দেওয়া নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে ইমাম হাফেজ আঃ সালামকে লোহার রড দিয়ে পায়ে আঘাত করা হয়েছে। বর্তমানে তার ভাঙ্গা বাম পা নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুয়াকাটা পৌরসভার পাশ ঘেষে লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া সুফিসাব হুজুরের বাড়ি জামে মসজিদে গত কয়েক মাস ধরে ইমামের পেছনে নামাজ পড়া না পড়া নিয়ে বিবাদ চলছিল। সর্বশেষ শুক্রবার যুময়ার নামাজে ইমামের নির্দেশে তার ছেলে মাওঃ মিজানুর রহমান ইমামতি করতে মিম্বরে ওঠেন। এসময় স্থানীয় আলতাফ ফকির তাকে মিম্বর থেকে নামিয়ে দিতে চেষ্টা করায় ইমাম হাফেজ আঃ সালাম প্রতিবাদ করেন। এ ঘটনায় অন্যান্য মুসুল্লীরাও আলতাফ ফকিরের সাথে একজোট হয়ে হাফেজ সালামকে মারধর করেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ দাস জানান, হাফেজ আঃ সালামের বাম পায়ের গোড়ালির হাড় ভেঙ্গেছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে মহিপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। হাতাহাতির খবর পেয়েছি। এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনইউবি/এনবি

বাংলাদেশ সময়: ১৯:০৩:৩২ ● ১১১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ