কাউন্সিলরদের দাবি কুয়াকাটা পৌর মেয়রের নামে অপপ্রচার চলছে

প্রথম পাতা » কুয়াকাটা » কাউন্সিলরদের দাবি কুয়াকাটা পৌর মেয়রের নামে অপপ্রচার চলছে
শনিবার ● ১১ এপ্রিল ২০২০


---

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা তদারকি কর্মকর্তা হিসেবে উপস্থিত থেকে কুয়াকাটা পৌরসভা এলাকার ৫৩০ জেলে পরিবারকে বিশেষ ভিজিএফএর চাল বিতরণ কেরেছেন। এর মধ্যে ৫০৮ জেলেকে ৬ এপ্রিল এবং বাকি ২২ জেলেকে ৭ এপ্রিল বিতরণ করা হয়েছে। ২২ জেলে বিতরণের প্রথম দিন সাগরে অবস্থান করায় দেয়া যায়নি। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মোল্লাকে জড়িয়ে এক ধরনের নোংরামি অপপ্রচার করা হচ্ছে। শনিবার কুয়াকাটা পৌরসভার ১০ জন কাউন্সিলর এক লিখিত বিবৃতিতে এসব উল্লেখ করে অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। লিখিত বিবৃতিতে বলা হয়েছে, পৌরমেয়র আব্দুল বারেক মোল্লা ভিজিএফএর চাল উত্তোলন কিংবা বিতরনের কোন দায়িত্বে ছিলেন না। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈয়বুর রহমান ও কাউন্সিলর আবুল হোসেন ফরাজি এসব চাল বিতরণের দায়িত্বে ছিলেন। তারপরও আগামি বছরের পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে একটি বিরোধীমহল গভীর ষড়যন্ত্রমূলক এমনসব অপপ্রচারে নেমেছে বলেও এসব কাউন্সিলরদের দাবি। কাউন্সিলরগণ উল্লেখ করেছেন, করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে তারা সংবাদ সম্মেলন করেননি। তাই লিখিত বক্তব্য প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের অবগত করেছেন।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৫ ● ৪৮০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ