কাউখালীতে কোয়ারেন্টাইনের ৪১ প্রবাসীকে হ্যান্ড স্যানিটাইজার প্রদান

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কোয়ারেন্টাইনের ৪১ প্রবাসীকে হ্যান্ড স্যানিটাইজার প্রদান
বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০


কাউখালীতে কোয়ারেন্টিনের ৪১ প্রবাসীকে হ্যান্ড স্যানিটাইজার প্রদান

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪১ প্রবাসী পেলো বইসহ হ্যান্ড স্যানিটাইজেশন সামগ্রী এবং করোনা ভাইরাস প্রতিরোধে ব্লিচিং পাউডারের পানি ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্মীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে কাউখালী উপজেলা প্রশাসন উদ্যোগে স্যানিটাইজেশন সামগ্রী বিতরণ  ও ব্লিচিং পাউডারের পানি ছিটানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.খালেদা খাতুন রেখা জানান, কাউখালী উপজেলার জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী. শিক্ষকবৃন্দ. সুশীল সমাজ. ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের আর্থিক অনুদানে  হোম কোয়ারেন্টাইনে থাকা ৪১ প্রবাসীর জন্য একটি বই, মাস্ক, প্যারাসিটমল ট্যাবলেট, হ্যান্ড স্যানিটাইজার, শুকনো খাবার, সাবান, ব্লিসিং পাউডার সহ একটি প্যাকেট বিতরন করা হয়।
ইউএনও আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে রাস্তাঘাটসহ জনসমাগম হয়- এমন এলাকা গুলোতে জীবাণুনাশক ছিটানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্মীরা।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে এ পানি ছিটানোর কাজ শুরু করে তারা।  এ ছাড়া হাত ধোয়ার জন্য রাস্তার পাশে রাখা হয়েছে ড্রাম ভর্তি পানি ও সাবান।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২২:১৫ ● ৪২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ