শেখ হাসিনার চিঠি পড়েছে তৃর্নমুলের শিশুরা

প্রথম পাতা » কুয়াকাটা » শেখ হাসিনার চিঠি পড়েছে তৃর্নমুলের শিশুরা
মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২০


শেখ হাসিনার চিঠি পড়েছে তৃর্নমুলের শিশুরা

কুয়াকাটা (কলাপাড়া) সাগরকন্যা অফিস॥

স্কুল বন্ধ মন খারাপ নিয়ে ঘরে ফিরছিল শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র রুবাইত খান সাকিব। বিগত কয়েক দিন ধরে নির্মলেন্দু গুনের স্বাধীনতা, এই শন্দটি আমাদের কীভাবে হলো এ কবিতাটি চর্চা করছিল। ১৭ মার্চ স্কুলে মুজিববর্ষ অনুষ্ঠানে আবৃত্তির জন্য। স্কুলে কয়েক দফা বাছাইয়ের পর চুড়ান্ত পর্বে সাকিব নির্বাচিত হয়েছে। অধ্যক্ষ স্যারের নির্দেশনায় মতে নতুন জামা বানিয়ে জন্মশতবার্ষিকী উদযাপন ও শিশু দিবসে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী  সকাল ৮ টায় স্কুলে পৌঁছল। গিয়ে দেখল স্কুল গেটে তালা। সময় গড়াতেই অভিভাবকসহ শিক্ষার্থীরা সমাগম বাড়ছেই। অধীর অপেক্ষা আর ব্যাকুলতা নিয়ে বসে আছে শিক্ষার্থীরা। পরক্ষণে একজন অভিভাবক অধ্যক্ষকে ফোন দিলে প্রতিষ্ঠানের গার্ড এসে জানায় প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে ৩১ মার্চ পর্যন্ত। একই অবস্থা কুয়াকাটার লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাইয়ান খান সিয়ামের বেলায়। সে ১৭ মার্চ অনুষ্ঠানের বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি রপ্ত করেছে। তাও বলতে পারেনি। মাইটভাংগা স্কুলের ফাতিমা বঙ্গবন্ধুর ওপর রচনা প্রতিযোগিতায় অংশ নেবার কথা ছিল। জুনায়েত এর ছিল বঙ্গবন্ধুর ছবি আকাঁর প্রতিযোগিতায় নাম। সব মন খারাপিরা এক সাথে গল্প করছিল এমন সময় শেখ হাসিনার লেখা ছোট্র সোনামণি নামের  চিঠিটা ওদের হাতে আসলে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে। নিজেরা পড়েছে । অন্যকে পড়ার জন্য উদ্বত্ত করেছে ওরা। এ চিঠির খবর প্রতিবেশীদেরও  জানিয়েছে তারা। ওদের মতো গ্রাম গঞ্জের প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে প্রাধনমন্ত্রীর লেখা  চিঠিটা পৌঁছেছেন এমনটা জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষা অফিস।
কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লেখা চিঠিটি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধানদেও মাধ্যমে শিক্ষার্থীদেও হাতে হাতে তুলে দেয়া হয়েছে। চিঠিটি আগামীর বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা ও প্রেষণামূলক ।

কেআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৮:০৫ ● ৩৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ