কাউখালীতে অতি দরিদ্রের কর্মসংস্থান কাজের উদ্বোধন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে অতি দরিদ্রের কর্মসংস্থান কাজের উদ্বোধন
বুধবার ● ১ জানুয়ারী ২০২০


উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ॥

পিরোজপুরের কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি)র আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রথম পর্যায়ের ৪০ দিনের কাজ শুরু হয়েছে।

বুধবার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কচুয়াকাঠী গ্রামে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলামসহ স্থানীয় ইউপি সদস্য। এ সময় উপস্থিত শ্রমিকদের মধ্যে মিস্টি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন সূত্র জানায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রথম পর্যায়ে ৯৭৪ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার পাচঁটি ইউনিয়নে ২৫টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। একদিনের কাজের বিনিমিয়ে প্রত্যেক শ্রমিক মজুরি পাবে ২০০ টাকা।

 

 

আরএইচআর/কেএস 

 

বাংলাদেশ সময়: ১৮:১৩:৫৮ ● ৩৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ