কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
বুধবার ● ১ জানুয়ারী ২০২০


কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

কাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বই উৎসবে উপজলার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু ও উপজেলা নির্বাহী  মোছা.খালেদা খাতুন রেখা সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে কাউখালী উপজেলার বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব সমাবেশে  বক্তব রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু , উপজেলা নির্বাহী অফিসার  মোছা.খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম,কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমিনুর রশীদ মিল্টন, ইউআরসির ইনস্ট্রাকটর মাহফুজা খানম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ খসরু, সহকারি উপজেলা শিক্ষা অফিসার কে এম জামান, কিরণ চন্দ্র রায় প্রমূখ।
এ দিকে মাধ্যমিক পর্যায়ে সরকারি কে জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা মনু । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খালেদা খাতুন রেখা সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫২:৩৪ ● ৩৮৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ