আমতলীতে সাংবাদিক ইউনিয়নের বিজয় র‌্যালী

প্রথম পাতা » গণমাধ্যম » আমতলীতে সাংবাদিক ইউনিয়নের বিজয় র‌্যালী
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯


আমতলীতে সাংবাদিক ইউনিয়নের বিজয় র‌্যালী

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, বর্নাঢ্য বিজয় র‌্যালী ও আলোচনা সভা।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য বিজয় র‌্যালী শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, ইউএনও মনিরা পারভীন,সহকারী পুলিশ সুপার সৈয়দ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার জিএম দেলওয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, ওসি আবুল বাশার, ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, ্এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম, আখতারুজ্জামান বাদল খান, মোঃ শহীদুল ইসলাম মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, একেএম নুরুল হক তালুকদার, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, মোঃ আবদুল্লাহ আল মোমেন নিজাম মোঃ মিজানুর রহমান ও এইচএম কাওসার মাতুব্বর প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:০০:৫৯ ● ৪৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ