রাজাপুরে পেট্রোল ঢেলে মুদি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম পাতা » ঝালকাঠী » রাজাপুরে পেট্রোল ঢেলে মুদি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
রবিবার ● ১ ডিসেম্বর ২০১৯


রাজাপুরে পেট্রোল ঢেলে মুদি দোকান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি:


ঝালকাঠির রাজাপুরের পুটিয়াখালি গ্রামের অটোচালক রাসেল মুন্সির স্ত্রী আসমা বেগমের মুদি মনোহরি দোকানঘরটি পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাত সোয়া ১২ টার দিকে একদল অজ্ঞাত দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। এ ঘটনায় আসমা বেগম রোববার দুপুরে রাজাপুর থানায় জিডি করেছেন (নং১৯)।
রাসেল মুন্সির স্ত্রী আসমা বেগম জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে গিয়া দোকানের বৈদ্যুতিক লাইন বন্ধ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্থানীয়দের ডাক চিৎকারে ঘটনাস্থলে এসে দেখতে পান আগুনে দোকানের মালপত্রসহ ঘরটি পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। পেট্রোল দিয়ে দুর্বৃত্তরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে এবং এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্ত্রী আসমা বেগম নিজে এ দোকানটি চালিয়ে অটোচালক স্বামী রাসেল মুন্সিকে সংসার চালাতে সহযোগীতা করতেন। রাসেল মুন্সির শ^শুর কুদ্দুস হাওলাদারও অবসর সময়ে দোকানে বসে বেচাকিনা করতেন। মালামালসহ দোকানটি পুড়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় এ দোকানটির কারনে স্থানীয় মাদকসেবী ও বিক্রেতাদের মাদক কেনা বেচায় সমস্যা হওয়ায় মোটর সাইকেলের পেট্রোল দিয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ জানায়, এ অগ্নিকান্ডের ঘটনায় জিডি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরআর/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫৬ ● ৩৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ