গোপালগঞ্জে এমপিওভূক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে এমপিওভূক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯


---

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
গোপালগঞ্জে এমপিওভূক্তির দাবিতে মানবন্ধন করেছে ননএমপিওভূক্ত ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
বুধবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে অংশ নেয় নন এমপিওভূক্ত শতাধিক শিক্ষক। এ সময় তারা অভিযোগ করে বলেন, সারা বাংলাদেশে ২ হাজার ৭’শ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হলেও গোপালগঞ্জে কোন কলেজ এমপিওভূক্ত করা হয়নি। গোপালগঞ্জে ২৭টি কলেজ, ৬০টি বিদ্যালয়, ৯টি মাদ্রাসা, ৮টি ভোকেশনাল এমপিওভূক্তির জন্য আবেদন করে। এর মধ্যে এমপিওভূক্ত হয়েছে মাত্র ১৩টি প্রতিষ্ঠান যার মধ্যে নেই কোন কলেজ। মানববন্ধনে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ননএমপিও শিক্ষক ফেডারেশনের সভাপতি দিপল কান্তি বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম মোল্লা।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৫৬ ● ৪৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ