ফুলবাড়ীতে গুরুমনি রুপালী হিজড়ার কুলখানি

প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে গুরুমনি রুপালী হিজড়ার কুলখানি
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০১৯


ফুলবাড়ীতে গুরুমনি রুপালী হিজড়ার কুলখানি

ফুলবাড়ী(দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

দিনাজপুরের হিজড়া সম্প্রদায়ের গুরুমনি সকলের সুপরিচিত রুপালী হিজড়ার দোয়া কুলখানি শুক্রবার (১৮ অক্টোবর) বাদ জুম্মা ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, রুপালী হিজড়া দিনাজপুর ফুলবাড়ী উপজেলার চকচকা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দিনাজপুর জেলা হিজড়া সম্প্রদায়ের গুরুমনি হিসেব দায়িত্বে পালন করেন, গত ১১ অক্টোবর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৫ বছর।
এদিকে রুপালী হিজড়ার মৃত্যুতে হিজড়া সম্প্রদায়ের জেলার গুরুত্বপূর্ণ গুরুমনি পদ শুন্য হওয়ায় জেলার সকল হিজড়ার সম্মতিতে রুপালী হিজড়ার স্থলে ফুলবাড়ীর পৌর এলাকার রেখামনি সাথী হিজড়াকে গুরুমনি নির্বাচিত করেন।
নির্বাচিত হওয়ার পর নবনির্বাচিত জেলা গুরুমনি রেখা সাথী হিজড়া জেলার সকল হিজড়া তাকে গুরুমনি নির্বাচিত করায় হিজড়া সম্প্রদায়কে সকলকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানান।

এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৭:২৫ ● ৩৯৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ