
বুধবার ● ৭ আগস্ট ২০১৯
কাউখালীতে ছাত্রলীগের ডেঙ্গু ও গুজব রোধে ক্যাম্পেইন
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ছাত্রলীগের ডেঙ্গু ও গুজব রোধে ক্যাম্পেইনকাউখালী (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কাউখালী মহাবিদ্যালয় শাখার উদ্যোগে ডেঙ্গু ও গুজব রোধে বুধবার সকালে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে।
সরকারি কাউখালী মহাবিদ্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো.রাজু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.রিছাদ হোসেন, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিতু প্রমুখ।
বক্তরা বলেন, আমরা মানুষকে সচেতন করতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট তৈরি করেছি। সচেতনতামূলক ক্যাম্পেইনের পাশাপাশি প্রতিটি ছাত্র-ছাত্রীদের মধ্যে লিফটেল বিতরণের মাধ্যমে তাঁদের পরিবারকেও আমারা সচেতন করছি। আমাদের এই সচেতনমূলক কার্যক্রম সকল শিক্ষা প্রতিষ্ঠানে অব্যাহত থাকবে।
আরএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১৯:১৩:২৭ ● ৪৮৬ বার পঠিত