
রবিবার ● ২১ জুলাই ২০১৯
রাজাপুরে কৃষক-কিষার্ণীদের মাঠ দিবস অনুষ্ঠিত
হোম পেজ » ঝালকাঠী » রাজাপুরে কৃষক-কিষার্ণীদের মাঠ দিবস অনুষ্ঠিতঝালকাঠি সাগরকন্যা প্রতিনিধি॥
ঝালকাঠির রাজাপুরের দক্ষিণ পূর্ব রাজাপুর গ্রামের তুলাতলা এলাকার কৃষক-কৃষার্ণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুলাই) সকালে স্থানীয় সগীর খানের বাড়িতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আলীমুজ্জমান মিয়া প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজউল্লাহ বাহাদুরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মনিরুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার ও রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা। উপজেলা উদ্ভিত সংরক্ষণ কর্মকর্তা মেহেদি হাসানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কৃষক প্রশিক্ষক আলমগীর শরীফ, মনিরা ইয়াসমিন ও তিল চাষ কৃষক সগীর খান প্রমুখসহ বিভিন্ন এলাকার উপ সহকারি কৃষি কর্মকর্তাসহ শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। মাঠ দিবসে ওই এলাকায় উৎপাদিত তিলের প্রদর্শন করা হয়।
আরআর/এমআর
বাংলাদেশ সময়: ২০:৫১:৩১ ● ৪১৭ বার পঠিত