বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬

চরফ্যাশনে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ইমামকে মারধরের অভিযোগ

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ইমামকে মারধরের অভিযোগ
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েকজন কর্মীর বিরুদ্ধে স্থানীয় এক মসজিদের ইমামকে মারধর এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী তাহজিদ ও মো. ফয়সল আহমেদ এলাকায় নির্বাচনী প্রচার কার্যক্রম চালানোর সময় তাদের পীর সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করলে এলাকাবাসীর সঙ্গে তীব্র বাকবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় মসজিদের ইমাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী হাফেজ আলাউদ্দিন ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন। তিনি ঘটনার একটি ভিডিও ধারণ করলে অভিযোগ উঠেছে, ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী ক্ষিপ্ত হয়ে তার মোবাইল ফোন ফেলে দেন। পরে তিনি প্রতিবাদ করলে তাকে ঘুষি মারার ঘটনা ঘটে, যার ফলে রক্তাক্ত হন।

 

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।

 

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ইমামের বিরুদ্ধে নারীকে হেনস্তার অভিযোগ তুলে একাধিক পোস্ট ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতের কর্মী হাফেজ আলাউদ্দিন। তিনি জানান, ইসলামী আন্দোলনের কর্মীরা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, যা মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৫৬ ● ৪৫ বার পঠিত