বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬

নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

নেছারাবাদে শামীম সাঈদীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদীর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নেছারাবাদ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে প্রথম জনসভা। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার ১০নং সারেংকাঠী ইউনিয়নের করফা বাজার বালুর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

 

জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মো. আইউব আলী, এবং সঞ্চালনা করেন ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস।

 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব শামীম সাঈদী। তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আদাবর থানার আমীর আল আমিন সবুজ।

 

শুভেচ্ছা বক্তব্য দেন ১০নং সারেংকাঠী ইউনিয়নের সভাপতি, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মো. গোলাম আযম আছলাম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. জহিরুল ইসলাম, শিবিরের উপজেলা সভাপতি মো. ফেরদৌস, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হাফিজুর রহমান, উপজেলা মজলিসে শূরা সদস্য ও ২নং সোহাগদল ইউনিয়ন জামায়াত সভাপতি মো. মাসুম বিল্লাহ।

 

জনসভায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. মুসা, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. নাছিমুদ্দৌলা হিরু এবং শামীম সাঈদীর সফরসঙ্গী হাফেজ মাওলানা মো. সোয়াইবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, এই জনসভা নেছারাবাদ উপজেলায় আগামী দিনের রাজনৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৩১ ● ৪৩ বার পঠিত