বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬

দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

হোম পেজ » পটুয়াখালী » দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের ২৪ দিনের মাথায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর রাতে হাসপাতালের দ্বিতীয় তলার স্টোররুমে এ আগুন লাগে।

 

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানা না গেলেও স্টোররুমে সংরক্ষিত বেডশিট, কম্বল, ওষুধ, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দশমিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহায়তায় যোগ দেয়। অতিরিক্ত ধোঁয়ার কারণে স্টোররুমে সরাসরি প্রবেশ সম্ভব না হওয়ায় জানালার কাচ ভেঙে পানি ছিটিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সম্পূর্ণভাবে আগুন নির্বাপণে সময় লাগে প্রায় তিন ঘণ্টা।

 

এ সময় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ভর্তি রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ভোর পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। স্টোররুমে সংরক্ষিত ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

 

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ও দুটি পাম্পসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন হতে পারে।

 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭:১৩:৫৪ ● ২৭ বার পঠিত