বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬

গৌরনদীর কৃতি সন্তান খোন্দকার কাওছার হোসেন পিআরএফের সভাপতি নির্বাচিত

হোম পেজ » বরিশাল » গৌরনদীর কৃতি সন্তান খোন্দকার কাওছার হোসেন পিআরএফের সভাপতি নির্বাচিত
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীর কৃতি সন্তান খোন্দকার কাওছার হোসেন পিআরএফের সভাপতি নির্বাচিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীর কৃতি সন্তান ও দৈনিক ভোরের কাগজ-এর সাবেক সিনিয়র চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন পলিটিকাল রিপোর্টার্স ফোরাম (পিআরএফ)-এর নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। ঢাকায় মঙ্গলবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত পিআরএফের সাধারণ সভা ও নির্বাচন শেষে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়।

 

দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা এবং রাজনৈতিক রিপোর্টিংয়ে দক্ষতার স্বীকৃতি হিসেবেই তার এই নির্বাচন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জাতীয় রাজনীতি, সংসদ ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাবলি নিয়ে অনুসন্ধানী ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনে তিনি সুপরিচিত। পেশাদারিত্ব, সততা ও সাহসী সাংবাদিকতার জন্য সাংবাদিক মহলে তার সুনাম রয়েছে।

 

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় খোন্দকার কাওছার হোসেন বলেন, পিআরএফকে আরও শক্তিশালী ও কার্যকর একটি সংগঠনে পরিণত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। রাজনৈতিক সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় পিআরএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার এই অর্জনে গৌরনদীর সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৬ ● ৫৩ বার পঠিত