বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬
নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা বরগুনা-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
হোম পেজ » লিড নিউজ » নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা বরগুনা-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী, তালতলী ও বরগুনা সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাছলিমা আক্তারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।
মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন জানান, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বরগুনা-১ আসনের জোটপ্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইনকে সমর্থন জানাতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি আনুগত্য প্রদর্শনের অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, মনোনয়ন প্রত্যাহারের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতের নায়েবে আমির এস. এম. আফজালুর রহমান, জেলা সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন এবং সদর উপজেলা সেক্রেটারি মাহমুদুল হাসান। বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ১০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিসের প্রার্থীকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনায় বরগুনা-১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে বলেও ধারণা করছেন তারা।
বাংলাদেশ সময়: ১১:২২:৩৪ ● ৩৭ বার পঠিত
