মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬

চরফ্যাশনে এফডিএ-এর উদ্যোগে মৎস্য চাষিদের প্রশিক্ষণ

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে এফডিএ-এর উদ্যোগে মৎস্য চাষিদের প্রশিক্ষণ
মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬


 

চরফ্যাশনে এফডিএ-এর উদ্যোগে মৎস্য চাষিদের প্রশিক্ষণ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশনে বে-সরকারি উন্নয়ন সংস্থা এফডিএ-এর উদ্যোগে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে মৎস্য চাষি ও নতুন উদ্যোক্তা মৎস্য চাষিদের ২০ সদস্যের এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এফডিএ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় এফডিএ (কৃষি ইউনিট – মৎস্য খাত) এর আওতায় পুকুর প্রস্তুতি ও পুনঃমজুদ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর চন্দ্র দেবনাথ সভাপতিত্বে এবং এফডিএ-এর মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. সাইদুর রহমান পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ মেহেদী আজম, কৃষিবিদ মনিরুল ইসলাম, ডা. শাওন চন্দ্র শীল এবং এফডিএ শাখা ব্যবস্থাপক মো. হুসাইন নয়ন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং কর্মশালায় মৎস্য চাষের আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি শেখার সুযোগ পেলেন।

প্রধান অতিথি জয়ন্ত কুমার অপু বলেন, মৎস্য চাষাবাদে চরফ্যাশন অনেক এগিয়ে আছে। বিশেষ করে দেশীয় মাছের চাহিদা বেশি হওয়ায় এখানকার মৎস্য চাষিরা তাদের জীবিকা নির্বাহ করতে সক্ষম হচ্ছেন। এফডিএ নিরাপদ মাছ উৎপাদনের মাধ্যমে সুস্থ জাতি গঠনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সময়: ১৯:৪২:১৭ ● ৩৩ বার পঠিত