শনিবার ● ১৭ জানুয়ারী ২০২৬
দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
হোম পেজ » পটুয়াখালী » দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী জেলা বিএনপির আওতাধীন এই দুই উপজেলার বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের কাঠামোকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ১৭ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের বরাবরে পাঠানো হয়।
চিঠিতে সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করে জানানো হয়, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংহত করতেই এই বিলুপ্তির সিদ্ধান্ত। দলীয় নেতারা জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী অচিরেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে, যেখানে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ সিদ্ধান্তকে ঘিরে দশমিনা ও গলাচিপায় সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বিএনপি সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৫৫:৩০ ● ৩৪ বার পঠিত
