বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬

গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল পেল ২৮ শিশু

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল পেল ২৮ শিশু
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬


 

গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল পেল ২৮ শিশু

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ২৮ জন শিশু। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় পৌর এলাকার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়।

 

প্রতিযোগিতাটি প্রথমবারের মতো মসজিদভিত্তিকভাবে গলাচিপা পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দল এবং গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজন করা হয়। আয়োজকরা শিশুদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করা এবং ধর্মীয় চর্চায় আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এটি আয়োজন করা হয়।

 

৮ থেকে ১২ বছর বয়সী ৪৬ জন শিশু অংশগ্রহণের মধ্যে ৪১ দিন নিয়মিত নামাজ আদায়কারী ২৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। এছাড়া অন্যান্য জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৩৮:১৫ ● ৩২ বার পঠিত