মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
মঠবাড়িয়ায় বিএনপির ৫১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
হোম পেজ » পিরোজপুর » মঠবাড়িয়ায় বিএনপির ৫১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়িয়া (পিরোজপুর)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৬ উপলক্ষে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. রুহুল আমীন দুলালের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচন পরিচালনার জন্য ৫১ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলহাজ্ব মো. রুহুল আমীন দুলাল এবং সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব কেএম হুমায়ুন কবীর। বিএনপি মঠবাড়িয়া উপজেলা শাখার তত্ত্বাবধানে গঠিত এ কমিটিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ, প্রচারণা কার্যক্রম পরিচালনা, কেন্দ্রভিত্তিক সংগঠন গঠন এবং সার্বিক নির্বাচনী কৌশল বাস্তবায়নের দায়িত্ব পালন করবে এ কমিটি। দলীয় নেতৃবৃন্দ জানান, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং পিরোজপুর-৩ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪৯ ● ৪০ বার পঠিত
