সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
মোবাইল কোর্ট কলাপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড
হোম পেজ » পটুয়াখালী » মোবাইল কোর্ট কলাপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোম্পানিপাড়া বালিয়াতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অ্যালকোহল সেবনের অপরাধে মো. জুলহাস (১৯) ও মো. ইব্রাহীম (১৯)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে কলাপাড়া থানার একটি চৌকস পুলিশ টিম সহযোগিতা করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২:২০:০৯ ● ১৬৩ বার পঠিত
