সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
মির্জাগঞ্জে শিক্ষার্থীদের নবীন বরণ ও স্কুল ব্যাগ বিতরণ
হোম পেজ » পটুয়াখালী » মির্জাগঞ্জে শিক্ষার্থীদের নবীন বরণ ও স্কুল ব্যাগ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জের চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, স্কুল ব্যাগ বিতরণ এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মালেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক মোঃ আবু হানিফ। সহকারী শিক্ষক (ইংরেজি) মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ফারুক, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ গোলাম কবির খান, রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা ইয়াসমিনসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫৪ ● ৪১ বার পঠিত
