রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬

ফলোআপ– সুন্দরবনে ফাঁদে আটকা পড়া বাঘ অবশেষে উদ্ধার

হোম পেজ » লিড নিউজ » ফলোআপ– সুন্দরবনে ফাঁদে আটকা পড়া বাঘ অবশেষে উদ্ধার
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬


 

সুন্দরবনে ফাঁদে আটকা পড়া বাঘ অবশেষে উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

সুন্দরবনের পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকায় চোরা শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগার অবশেষে উদ্ধার করেছে বন বিভাগ। রবিবার (৪ জানুয়ারি) মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকারি খালসংলগ্ন বনাঞ্চলে দীর্ঘ অভিযান চালিয়ে বাঘটিকে উদ্ধার করা হয়। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে আনা বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জনের সহায়তায় ট্যাংকুলাইজার ব্যবহার করা হয়। গুলির মাধ্যমে ট্যাংকুলাইজার প্রয়োগের পর বাঘটি অচেতন হলে ফাঁদ থেকে ছাড়িয়ে লোহার খাঁচায় বন্দি করা হয় এবং চিকিৎসার জন্য খুলনার বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। কয়েকদিন ফাঁদে বন্দি থাকার কারণে বাঘটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে বলে জানান করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির।

চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, শুক্রবার (২ জানুয়ারি) সুন্দরবনের সরকির খালসংলগ্ন বনের ভেতরে চোরা শিকারিদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকে থাকতে দেখা যায়। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘সুন্দরবন রক্ষায় আমরা’-এর সমন্বয়কারী মো. নুর আলম শেখ বলেন, বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় সুন্দরবনে চোরা শিকার বাড়ছে। বন্যপ্রাণী সুরক্ষায় বন বিভাগের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন, অন্যথায় এ ধরনের ঘটনা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:১২ ● ৩৬ বার পঠিত