শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে দোয়া

হোম পেজ » পিরোজপুর » খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে দোয়া
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালী উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে কাউখালী উপজেলার বিভিন্ন মসজিদে এসব দোয়ার আয়োজন করা হয়।
এছাড়া শুক্রবার সকালে  উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে  কাউখালী ওলামা দল ও বিকালে উপজেলা ও কলেজ ছাত্রদল আলাদা আলাদা দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল-মাহমুদ সুমন, সদস্য সচিব সোয়াইব সিদ্দিকী, ওলামা দলের আহবায়ক মাওলানা জোবায়ের উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:২০:৪৪ ● ৩৫ বার পঠিত