শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬
জমির বিরোধ আমতলীতে গাছ কাটাকে কেন্দ্র করে চারজন জখম
হোম পেজ » বরগুনা » জমির বিরোধ আমতলীতে গাছ কাটাকে কেন্দ্র করে চারজন জখম
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে নজরুল প্যাদা, তার স্ত্রী ও ছেলেসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার বেলা ১১ টার দিকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
জানা গেছে, ২০২০ সালে স্থানীয়রা মৃত নুরুল ইসলাম প্যাদার তিন ছেলের মধ্যে জমি ভাগবণ্টন করেছিলেন। নজরুল প্যাদা দাবি করেছেন, তার ভাই নান্টু ও হারুন প্যাদা তাদের অংশের গাছ বিক্রি করলেও তিনি করেননি। শুক্রবার নিজের জমির গাছ কাটার সময় দুই ভাই ও তাদের লোকজন বাধা দেয় এবং বাধাকালে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নজরুল প্যাদা ও তার পরিবারকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাসুম বিল্লাহ জানান, আহত চারজনের হাত, পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।
আমতলী থানার কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:২৮:১১ ● ৩৪ বার পঠিত
