শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬

কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযান পটুয়াখালীতে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ

হোম পেজ » লিড নিউজ » কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযান পটুয়াখালীতে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
শুক্রবার ● ২ জানুয়ারী ২০২৬


 

কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযান: পটুয়াখালীতে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩৬ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) ভোররাতের  দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ঢাকা-কুয়াকাটা রুটের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। এ সময় বাস চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসটি ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে আজ শুক্রবার সকালে বিতরণ করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:১২:২৩ ● ৩২ বার পঠিত