রবিবার ● ২৮ ডিসেম্বর ২০২৫
মানুষের নেক আমল সৌভাগ্যের ওসিলা, বদ আমল পদস্খলনের কারণ– ছারছীনার পীর ছাহেব
হোম পেজ » ইসলামী জীবন » মানুষের নেক আমল সৌভাগ্যের ওসিলা, বদ আমল পদস্খলনের কারণ– ছারছীনার পীর ছাহেব

সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন, মানুষের নেক আমলই তার সৌভাগ্যের ওসিলা, পক্ষান্তরে বদ আমলই পদস্খলনের কারণ। উম্মতের নাজাতের সর্বশ্রেষ্ঠ ওসিলা হলেন প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.)।
তিনি বলেন, আমরা ওসিলা তথা মাধ্যমকে বিশ্বাস করি। সর্বপ্রথম ওসিলার শিক্ষা দিয়েছেন হযরত আদম (আ.)। এরপর যুগে যুগে নবী-রাসূলগণ, সাহাবায়ে কেরাম ও নেককার বান্দাগণ বিভিন্ন সময়ে ওসিলাকে অন্বেষণ করেছেন। প্রতিটি কাজ সম্পাদনের ক্ষেত্রেই কোনো না কোনো মাধ্যম বা ওসিলা অবলম্বন করা অপরিহার্য।
পীর ছাহেব কেবলা আরও বলেন, বর্তমানে আলেম নামধারী একদল ব্যক্তি ওসিলাকে অস্বীকার করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। যারা ওসিলাকে অস্বীকার করে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই; এ বিষয়ে মুসলমানদের সতর্ক থাকতে হবে। কাউকে অনুসরণ করতে হলে তার বাহ্যিক সাজসজ্জা বা চেহারা নয়, বরং ঈমান, আখলাক, আমল ও আক্বীদা বিবেচনা করেই অনুসরণ করতে হবে।
তিনি বলেন, সঠিক আকীদার আওতায় সকল মাসলাকের অনুসারীদের নিজ নিজ মত প্রকাশের অধিকার রয়েছে। তবে শাখা মাসআলার মতভেদ নিয়ে সমাজে বিশৃঙ্খলা, ফেতনা ও ফাসাদ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা আল্লাহর স্পষ্ট হুকুমের বিপরীতে নিজেদের বিভ্রান্ত উদ্দেশ্য বাস্তবায়নে মনগড়া বিধানকে প্রাধান্য দেয়, তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না।
মুসলমান জাতির বৃহত্তর স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ঐক্য অবশ্যই ইস্যুভিত্তিক ও ইসলামের মৌলিক নীতির আলোকে হতে হবে।
শনিবার বরিশাল নগরীর আমানতগঞ্জে মাওলানা মির্জা ইয়াছিন মঞ্জিলে অনুষ্ঠিত ওলিয়ে কামেল হযরত মাওলানা মির্জা ইয়াছিন বেগ (রহ.), ছারছীনার মরহুম পীর বাহরে শরীয়ত হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এবং মরহুম হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ (রহ.)- এই তিন মনীষীর বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব মাওলানা মির্জা কেফায়েতুর রহমান বেগের সভাপতিত্বে মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও বরিশালের ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৮:২৯:২৫ ● ৬১ বার পঠিত
