শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জ সংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হোম পেজ » গণমাধ্যম » গোপালগঞ্জ সংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


 

গোপালগঞ্জ সংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ সংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এসকে এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, এবং নির্বাহী সদস্য শেখ জাবেরুল ইসলাম বাধন ও আল মামুন রানা।

কোষাধ্যক্ষ সচিবুর রহমান বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী তুলে ধরেন।

সভায় সাংবাদিকরা মতামত ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন। এতে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ, দৈনিক ভোরের ডাকের মোঃ ফায়েকুজ্জামান, বাসসের লিয়াকত হোসেন লিংকন, দৈনিক আমার দেশের মনিরুজ্জামান শেখ জুয়েল, এসএ টিভির আজিজুর রহমান টিপু, দৈনিক সোনালী বার্তার মোঃ কামরুল হাসান, দৈনিক ইনকিলাবের মোঃ আফজাল হোসেন, দৈনিক সকালের সময়ের গোলাম রব্বানী এবং দৈনিক বাংলাদেশের খবরের পলাশ সিকদার।

সভা শেষে সদস্যদের হাতে উপহার বিতরণ করা হয় এবং মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বাংলাদেশ সময়: ১৮:৪৫:০৬ ● ২৭ বার পঠিত